এরই মধ্যে নিউইয়র্কে ভারতীয় খাবারের উৎস হিসেবে নাম করেছে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁ সোনা। আর অভিনেত্রী তার সাধের এই রেস্তোরাঁ থেকে প্রায়ই অনুরাগীদের জন্য নানা ফটো-ভিডিও শেয়ার করে থাকেন। এবার তিনি তার এই রেস্তোরাঁর এক ঝলক শেয়ার করলেন, যেখানে তাকে দেখা যাচ্ছে পিৎজা থেকে ক্রিস্পি চিকেন, ঝালমুড়ি সবটাই চেখে দেখতে।
ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন: ‘সোনা রেস্তোরাঁর পর্দার পেছনের দৃশ্য… বেশ কিছু জিনিস আমার অন্তত দুর্দান্ত লেগেছে। হরি আর হরিশকে অনেক ধন্যবাদ এ রকম জিবে জল আনা খাবার খাওয়ানোর জন্য। তোমরা তো জানোই, আমি খুব জলদি আবার আসব।’
এ ছাড়া ভিডিওর শুরুতেই প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে একেবারে ধোঁয়াওঠা কাবাবের কাঠি হাতে ধরে আছেন। এরপর রেস্তোরাঁয় থাকা শেফ হরি আর হরিশকে উদ্দেশ করে বলছেন, ‘আমাকে রান্নাঘরে দক্ষ করে তুলুন। আমি বলছি না যে আমি এগুলোর কোনোটি তৈরি করতে পারি, কিন্তু এখানে কী হচ্ছে?’
তারপর একে একে বুরাটা বাটার চিকেন পিৎজা ট্রাই করেন প্রিয়াঙ্কা। অ্যাভোকাডো ভেল বানানো শেখেন, আর তাতে পড়া চাট মসলার নাম শুনেই অভিনেত্রীর জিবে জল চলে আসে। ট্রাই করেন ক্রিস্পি চিকেনও। সবশেষে নিজের টিমের তারিফ করে তাকে বলতে শোনা যায়: ‘আপনারা সত্যিই বম্ব। আমার দারুণ লাগে এখানে খেতে।’
প্রসঙ্গত, ২০২১ সালের মার্চে প্রিয়াঙ্কা বন্ধু মণীশ গোয়েলের সঙ্গে সোনা চালু করেন। ভারতের নানা প্রান্তের স্বাদ এখানে মেলে, সঙ্গে থাকে একটা বিদেশি টুইস্ট। একবার Architectural Digest India-কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তারা যখন নাম নিয়ে ভাবছেন, তখন নিকই প্রথম বলে ‘সোনা’ নাম দেয়ার কথা। আর তাতে পিগি চপস বেশ আশ্চর্য হয়েই জানতে চেয়েছিলেন নিক এটা শিখল কোথা থেকে। আর তাতে তার গায়ক বর জানিয়েছিলেন তিনি যখন বিয়ের আগে শাশুড়ি মধু চোপড়ার সঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন, তখনই এটা শিখে এসেছেন।