বাংলার প্রবাহ রিপোর্ট: যশোরের শার্শায় হ্যান্ডকাপসহ ৩ মাদকপাচারকারী পালিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে শার্শা থানার গোগা সীমান্তের আমলাই গ্রামে।
পুলিশের সূত্র জানায়, সোমবার রাতে মাদকপাচারের গোপন সংবাদ পেয়ে এএসআই রবিউল ইসলাম গোগা সীমান্তের আমলাই গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশ ১০০ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেলসহ ৩জন মাদকপাচারকারীকে আটক করে।
মাদক পাচারকারীদের আটকের পর হ্যান্ডক্যাপ পরিয়ে পুলিশ ও সোর্স মাদক গণনা করতে থাকেন। এ সময় তারা সুযোগ বুঝে হ্যান্ডক্যাপসহ পালিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হ্যান্ডক্যাপসহ আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগেও শার্শা থানার পুলিশের হাত থেকে আসামি পালানোর অভিযোগ রয়েছে।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আটকের জন্য রাত থেকেই অভিযান শুরু করা হয়েছে। অভিযান চলছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে বাঁগআচড়া ও গোড়পাড়া থেকে ৩ মাদক ব্যবসায়ী হ্যান্ডকাপসহ পালিয়ে ছিল।
বাংলার প্রবাহ/এস এম হক