Tuesday , October 8 2024
Breaking News

১২০০ কোটি রুপি মূল্যের মাদকসহ ইরানি নৌযান আটক করল ভারত

মাঝসমুদ্র থেকে উদ্ধার ১২০০ কোটি রুপি মূল্যের ২০০ কেজি হেরোইনসহ একটি ইরানি নৌযান আটক করেছে ভারতীয় নৌবাহিনী ও দেশটির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর যৌথ দল। এ সময় নৌযান থেকে ইরানের ছয় নাগরিককেও আটক করা হয়।

জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইন আফগানিস্তানে তৈরি হওয়ার পর প্রথমে তা পাকিস্তানে পাঠানো হয়। সেখান থেকে ওই মাদক একটি ইরানি নৌযানে করে ভারত ও শ্রীলঙ্কায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।গণমাধ্যমের খবর অনুযায়ী, আটককৃত ইরানের নাগরিকরা মাদকের প্যাকেটগুলো শ্রীলঙ্কার একটি নৌকায় চালান করার পরিকল্পনা করছিল। পরে শ্রীলঙ্কার নৌকা করে ওই মাদক ভারতে আনা হতো। তবে শ্রীলঙ্কার ওই নৌকাটির কোনও হদিস পাওয়া যায়নি।
ভারতীয় নৌবাহিনী এবং এনসিবি বৃহস্পতিবার সমুদ্রে অভিযান চালানোর সময় মাদকের চোরা কারবারীদের গ্রেফতার করা হয়। নৌবাহিনীকে দেখে মাদকগুলো পানিতে ফেলে দিয়ে নিজেরাও সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। তবে তার আগেই তাদের ধরে ফেলা হয়। এরপর মাদক-সহ অভিযুক্তদের কেরালার কোচিতে নিয়ে আসা হয়।

এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছরে আরব সাগর এবং ভারত মহাসাগর দিয়ে আফগানিস্তান থেকে আনা মাদক ভারতে পাচারের ঘটনা বেড়েই চলেছে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.