ভারতের বিপক্ষে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৭১ রান করে জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া। জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল মাত্র ১৬ রান।
হাতে ছিল ৬ উইকেট। ৭৬ ও ৫ রানে ব্যাটিংয়ে ছিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও তারকা ব্যাটসম্যান টিম ডেভিড। খেলার এমন অবস্থায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দলটি।
কিন্তু এরপরই অস্ট্রেলিয়াকে চেপে ধরে ভারত। ১৯তম ওভারের প্রথম বলেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে বোল্ড করে সাজঘরে ফেরান হার্সেল প্যাটেল। ঠিক পরের বলে বিরাট কোহলির অসাধারণ এক থ্রোতে স্টাম্প ভেঙে যায় টিম ডেভিডের। ওই ওভারে হার্সেল মাত্র ৫ রান খরচ করেন।
জয়ের জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১১ রান। হাতে ছিল ৪ উইকেট। ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামির করা ওভারের প্রথম দুই বলে ডাবল করে ৪ রান আদায় করে দলকে জয়ের পথেই রাখেন প্যাট কামিন্স।
জয়ের জন্য শেষ ৪ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৭ রান। কিন্তু শামির পরের ৪ বলে একের পর এক আউট হয়ে ফেরেন প্যাট কামিন্স, অ্যাস্টন অ্যাগার, জস এনজেলস ও কেন রিচার্ডস। চার বলে ৪ উইকেট হারিয়ে নিশ্চিত জেতা ম্যাচ ৬ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।
সোমবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে টস হেরে আগে ব্যাট করে লোকেশ রাহুল (৫৭) ও সুরাইয়া কুমার যাদবের (৫০) জোড়া ফিফটিতে ভর করে ৭ উইকেটে ১৮৬ রান করে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ১৮০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে ৫৪ বলে সাত চার আর তিন ছক্কায় সর্বোচ্চ ৭৬ রান করেন অ্যারন ফিঞ্চ। ভারতের হয়ে মোহাম্মদ শামি ১ ওভারে মাত্র ৪ রানে ৩ উইকেট শিকার করেন।