বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৬ রোহিঙ্গাসহ ১৫ বাংলাদেশি জেলেকে আটক করেছে নৌবাহিনী।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানা থেকে তাদের আটক করা হয়। পরে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আটকদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
এদের মধ্যে নয়জন বাংলাদেশি জেলে এবং বাকি ছয়জন রোহিঙ্গা ক্যাম্পের লোক। মোংলা নৌঘাঁটির গোয়েন্দা বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, বঙ্গোপসাগরে অবস্থান করা তাদের জাহাজ ‘বিএনএস গোমতী’র নৌ সেনারা একটি ফিশিং বোটসহ তাদের আটক করে।
বাংলাদেশি জেলেরা হলেন- নোয়াখালী জেলার শাহ আলম মিস্ত্রি (৫০), একই এলাকার মো. নুরুল আলম (৪৫), মো. হারুন (৩৫), মো. আলাউদ্দিন (৪৫), ভোলা জেলার মো. নুর হোসেন (৩৭), একই এলাকার মো. জাকের হোসেন (৩২), মো. হালিম (৪৮), জাকির হোসেন (৩২) ও লক্ষ্মীপুরের মনির হোসেন (৪৭)।
এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের আটককৃতরা হলেন নুর আলম (৪০) উখিয়া, আলী জোহার (২৮) উখিয়া, জাহিদ আলম (৩৫) টেকনাফ, মো. জুবায়ের (৩০) টেকনাফ, মো. কামরুল হোসেন (২৩) টেকনাফ ও মো. ইয়াছির (২৫) টেকনাফ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ৯ বাংলাদেশি জেলেসহ ছয়জন রোহিঙ্গা আটকের পর মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। বঙ্গোপসাগরের জলসীমা লঙ্ঘন করে এসব জেলেরা মাছ শিকার করছিল। পরে সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটক এসব জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে মামলাসহ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানায় থানার এ কর্মকর্তা।