আইসিসি মাসসেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেলেন নিগার সুলতানা জ্যোতি। সেপ্টেম্বর মাসের জন্য তার সাথে মনোনয়ন পেয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর ও ব্যাটার স্মৃতি মান্ধানার।
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ব্যাট ও নেতৃত্বে সামনে থেকে দলকে এগিয়ে নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৩ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জ্যোতি। যার দরুণ আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে করেন অপরাজিত ৫৬ রান। পাঁচ ম্যাচে ৪৫ গড়ে তিনি করেন ১৮০ রান। স্ট্রাইকরেট ১০৫.২৬। এতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন জ্যোতি। এবার সেটিরই স্বীকৃতি পেলেন তিনি।