Sunday , December 22 2024
Breaking News

আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দারুল ইরফান রিসার্স ইনস্টিটিউটের (ডিরি) উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন ও ডিরির ট্রাস্টি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।

অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, ডিরির ম্যানেজিং ট্রাস্টি ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, ইউনাইটেড হাসপাতাল ঢাকার ক্যান্সার কেয়ার সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ও প্রধান ডা. রশিদ উন নবী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিরি আন্তর্জাতিক ফটো অ্যাওয়ার্ড আয়োজক কমিটির স্যালুন চেয়ারম্যান শোয়েব ফারুকী।

বিশ্বের ৫১টি দেশের ৭২৪ জন ফটোগ্রাফার প্রতিযোগিতায় অংশ নেন। মোট ২৫৭৮টি ছবি থেকে ২০০টি ছবি বাছাই করা হয় প্রদর্শনীর জন্য। এর মধ্যে চারটি ক্যাটাগরিতে ৫৯ জন ফটোগ্রাফারের ১৫১টি ছবিকে পুরস্কার দেয়া হয়।

এর আগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারিতে তিন দিনব্যাপী ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী, একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, ডিরির ম্যানেজিং ট্রাস্টি ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী প্রমুখ।

ডিরির আয়োজনে ও সৃজনশীল বাংলাদেশ, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়ন, সিলি সানাত সারাইয়ি ও চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রদর্শনী শুক্রবার ও শনিবার প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে, যা সবার জন্য উন্মুক্ত।

ছবি

আন্তর্জাতিক

পুরস্কার

ছবি প্রচারণা

প্রতিযোগিতা

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.