টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টোয়েলভের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। পার্থ স্টেডিয়ামে শনিবার (২৩ অক্টোবর) টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন জস বাটলার।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে এসে অস্ট্রেলিয়ায়ও দাপট দেখিয়েছে ইংল্যান্ড। সব মিলিয়ে তারা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী আফগানিস্তানও। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল তারা। এই ম্যাচে তাই ইংল্যান্ড ফেবারিট হলেও চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুত জনাথন ট্রটের দল।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় আর পাকিস্তানের সঙ্গে দারুণ ব্যাটিং উপহার দেয় আফগান ব্যাটাররা। অধিনায়ক নবীর সঙ্গে টপঅর্ডারে গুরবাজ-ইব্রাহিম জাদরানের ফর্ম, ইংলিশদের বিপক্ষে বাড়তি সাহস জোগাচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে।
পেস অ্যাটাকে ফারুকী-ফরিদ আহমেদরা পার্থের উইকেটে জ্বলে উঠতে বদ্ধপরিকর। সেই সঙ্গে প্রতিপক্ষের ব্যাটারদের স্পিন বিষে নীল করতে রশিদ খান-মুজিবুররা আছেন মুখিয়ে। সব মিলিয়ে শিষ্যদের কাছ থেকে ইতিবাচক পারফরম্যান্সের প্রত্যাশা কোচের।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার, আলেক্স হেলস, দাওভিদ মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ ও মার্ক উড।
আফগানিস্তান একাদশ
হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, উসমান গনি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ উমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকী।