বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘আওয়ামী লীগ কিংবা বিএনপি কোনো দলই জনগণের মঙ্গলের কথা চিন্তা করে না। এ দুটি দলের কাছে মানুষ ভালো কিছু আশা করতে পারে না। তারা ক্ষমতায় থাকলে জনগণের কল্যাণ হবে না। তাই জনগণের মুক্তির জন্য আওয়ামী লীগ ও বিএনপিকে চিরদিনের জন্য বিরোধী দলে পাঠাতে হবে।’
সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা কমিউনিস্ট পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এ দুটি দল সবসময় ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে অন্য দলগুলোকে ব্যবহার করে। শুধু বিরোধী দলে গেলেই তারা জনগণের কথা বলে। আর ক্ষমতায় গেলে জনগণের অধিকারের কথা ভুলে যায়। তাই এদের ক্ষমতার বাইরে রাখার সময় এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগের সমালোচনা করলে বিএনপি মনে করে আমরা তাদের পক্ষে কথা বলছি। আবার বিএনপির সমালোচনা করলে আওয়ামী লীগ আমাদেরকে তাদের পক্ষের লোক মনে করে। আমরা কারো পকেটের লোক না। কাউকে ক্ষমতায় বসানো কমিউনিস্ট পার্টির কাজ না। আমরা সব সময় শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির জন্য রাজনীতি করি। অপরদিকে বিএনপি-আওয়ামী লীগ রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য। শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে কিন্তু ক্ষমতায় গেলে ভুলে যান। আবার বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে। কিন্তু তারা ক্ষমতায় থাকার সময় বিরোধী দলের দাবি গ্রাহ্য করেনি। মূলত আওয়ামী লীগ-বিএনপির অধীনে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’
সংগঠনের জেলা কমিটির সভাপতি আবদুর রহমান রুমির সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামূল হকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।