রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম পিজেএসসি ইতালিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত করেছে। যা ইউরোপের চলমান জ্বালানি সংকট আরও বাড়িয়েছে।
শনিবার ইতালির বৃহত্তম তেল কোম্পানি এনি এসপিএ তাদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানায়, অস্ট্রিয়ার মাধ্যমে গ্যাস সরবরাহ করা সম্ভব নয় উল্লেখ করে গ্যাজপ্রম জানিয়েছে যে তারা আজকের (১ অক্টোবর) জন্য অনুরোধ করা গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে পারবে না। ফলে টারভিসিও এন্ট্রি পয়েন্টের মাধ্যমে এনি তে আজের সরবরাহের পরিমাণ শূন্যের কোঠায় থাকবে।
তবে এনি এর একজন মুখপাত্র বলেছে, অস্ট্রিয়া গ্যাজপ্রম থেকে গ্যাস নিয়েছে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, ‘ইতালিতে গ্যাসের প্রবাহ পুনরায় সক্রিয় করা সম্ভব কি না, তা পরীক্ষা করার জন্য আমরা গ্যাজপ্রমের সঙ্গে কাজ করছি।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়া স্বরূপ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার ওপর কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরই পরিপ্রেক্ষিতে ইইউ এর ওপর চাপ সৃষ্টি করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের দেশগুলোয় জ্বালানি বন্ধ করে দেন। এতে ইউরোপীয় দেশগুলো হন্য হয়ে রুশ গ্যাসের বিকল্প খুঁজছে।
রাশিয়াকে ইউরোপের সঙ্গে সংযোগ করে নর্ড স্ট্রিম পাইলাইন। সম্প্রতি পানির নিচে বিস্ফোরণের কারণে পাইপলাইনটি বিকল হয়ে পড়ে। এরই কয়েকদিনের মাথায় ইতালিতে গ্যাস সরবরাহ বন্ধের খবর আসে।