বাংলার প্রবাহ রিপোর্ট: কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্নকে পরামর্শক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্তান রয়্যালস।
রবিবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে রাজস্তান রয়্যালস।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। এই আসরে রাজস্তানের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে কাজ করবেন ওয়ার্ন। ম্যাকডোনাল্ডের সঙ্গে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন তিনি।
বাংলার প্রবাহ/এস এম হক