বার্সেলোনা ছাড়ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একটি বিশেষ বার্তায় এই ৩৩ বছর বয়সী অনুরোধ জানিয়েছেন দ্রুত তাকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে। এদিকে, গণমাধ্যমে মেসির বার্সা ছাড়ার সংবাদ প্রকাশের পর তাকে বিদায়ীবার্তা জানিয়েছেন কাতালুনিয়ার প্রেসিডেন্ট কুইম তোরা।
এক টুইট বার্তায় মেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, কাতালুনিয়া সবসময় আপনার বাড়ির মত।
প্রেসিডেন্ট কুইম তোরা বলেন, খুবই ভাগ্যবান যে বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়ের সাথে কয়েক বছর আমরা ছিলাম। এই মহান অ্যাথেলেটকে আমরা কখনও ভুলতে পারবো না।