Sunday , December 22 2024
Breaking News

কাশিমপুর কারাগারে সাবেক ফারমার্স ব্যাংকের কর্মকর্তা গাজী সালাহউদ্দিনের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফারমার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা গাজী সালাহউদ্দিন মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। 

তিনি দ্য ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সাবেক ক্রেডিটপ্রধান ও দ্য ফারমার্স ব্যাংকের ক্রেডিট ডিভিশনের সাবেক ক্রেডিটপ্রধান গাজী সালাহউদ্দিন (৬০) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে কারাগারে বন্দি সালাহউদ্দীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জরুরিভাবে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ৪০ মিনিটের দিকে গাজী সালাহউদ্দিনকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের ২১২ শেরশাহ রোডের বাসিন্দা। স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার আদালতপাড়ার নিরাল নিলয় মসজিদ মহল্লা এলাকায়।

তিনি আরও জানান, গাজী সালাহউদ্দীন দুদকের একটি মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ওই করাগারে বন্দি ছিলেন। বুধবার হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.