বাংলার প্রবাহ রিপোর্ট: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২১৬টি।
সোমবার দুপুরে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।
আজ সোমবার পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনের। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন। দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৭৫৯ জনের।
বাংলার প্রবাহ/এস এম হক