মুক্তিপণের দাবিতে রাজধানী থেকে অপহরণের ৩ দিন পর বৃহস্পতিবার দু’ব্যবসায়ীকে গাজীপুর হতে অচেতন অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। এ সময় নারীসহ অপহরণকারী ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, নেশা জাতীয় দ্রব্য ও মোবাইলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো শরিয়তপুরের সখিপুর থানার বোরকাটি এলাকার দুদু মিয়া চৌধুরীর ছেলে মো. নিজাম (৩৪), মানিকগঞ্জের সিঙ্গাইর থানার বায়রা বাজার এলাকার মৃত বাসেদ বেপারীর ছেলে জনি মিয়া (২১), ময়মনসিংহের ঈশ^রগঞ্জ থানার হরিপুর এলাকার তপন চন্দ্র বর্মণের ছেলে তুষার চন্দ্র বর্মণ (২১), সিরাজগঞ্জের বেলকুচি থানার সঘুনা এলাকার আকবর আলী প্রামানিকের ছেলে ফয়সাল মাহমুদ আলম (২১) ও গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার ভূরুলিয়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে মলিনা আক্তার সিমু (২৭)। তারা সবাই গাজীপুরের সদর থানা এলাকায় বসবাস করে।
র্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, শরিয়তপুরের সখিপুর থানার চরজিংকক্ষীর এলাকার মৃত সোবহান সরকারের ছেলে সজল সরকার (৩২) ও ঢাকার বাড্ডা থানা এলাকার বেড়াইদ (চটকিপাড়া) এলাকার মৃত আবুল হাশেমের ছেলে মো. ডালিম (৩৫) বাড্ডা এলাকায় থেকে হকারি করে মাছের ব্যবসা করেন। গত ৩১ আগস্ট সন্ধ্যায় বাড্ডা বাসস্ট্যান্ড এলাকা হতে ক’অপহরণকারী কৌশলে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণকারীরা তাদেরকে অজ্ঞাতস্থানে নিয়ে আটক করে শারীরিক নির্যাতন করে এবং তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে অপহৃতদের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে অপহৃতদের সন্ধান না পেয়ে বাড্ডা থানায় অভিযোগ করেন তাদের পরিবার।