বাংলার প্রবাহ রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে হযরত আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রতনপুর এলাকার মৃত সাদেক সরকারের ছেলে হযরত আলী (৮৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হযরত আলীর ডায়াবেটিসের থাকার কারণে প্রতিদিন সকালে রাস্তা দিয়ে হাঁটাহাটি করতেন। রবিবার সকালে রতনপুর ট্রেনের রাস্তা দিয়ে হাঁটাহাটি করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। খবর পেয়ে লাশটি নিয়ে তার পরিবারের লোকজন পারিবারিক কবরস্থানে দাফন করেন।
মৌচাক রেল স্টেশন মাস্টার রশিদ হোসেন জানান, আমরা সংবাদ পাওয়ার আগেই লাশটি তার পরিবারের লোকজন নিয়ে গেছে।
বাংলার প্রবাহ/এস এম হক