নাটোরের গুরুদাসপুরে বিশাল আকৃতির একটি শিমুল গাছ প্রাইভেটকারের ওপরে ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছেন রবিন (২২) নামের এক যুবক।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় বিদ্যুতের প্রধান তারগুলো ছিড়ে যায়। এতে আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।জানা গেছে, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ফাঁকা জায়গায় গাড়ি পরিষ্কার করছিলেন চালক রবিন। সেখানে একটি বিশাল আকৃতির শিমুল গাছ ছিল। ওপরে বিদ্যুতের সংযোগ। টানা কয়েকদিনের বৃষ্টিতে গাছের গোড়া নরম হয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে সেটি ওই গাড়ির ওপর উপড়ে পড়ে। প্রথমে গাছটি বিদ্যুতের তারের ওপর পড়ে। এরপর সেটি পড়ে গাড়ির ওপর। এতে রবিন বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।
গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস কর্মীরা আহত যুবককে উদ্ধার করেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও রাস্তায় ভেঙে পড়া গাছটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।