Saturday , December 21 2024
Breaking News

চীন ট্রায়াল শেষ হওয়ার আগেই ভ্যাকসিন দিচ্ছে

রাশিয়া দাবি করেছে, যে তারাই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন এনেছে। অথচ, সম্প্রতি জানা গেছে যে অনেকদিন আগে থেকেই ভ্যাকসিন দেওয়া শুরু করেছে চীন। জুলাই মাস থেকেই তারা বেশ কিছু লোকজনকে ভ্যাকসিন দিয়েছে বলে জানা গেছে।

জানা যাচ্ছে, যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার ট্রায়াল এখনও শেষ হয়নি। তা সত্বেও সেই ভ্যাকসিন দেয়া হচ্ছে। চীনের এই সিদ্ধান্তকে খুব একটা ভালো চোখে দেখছে না আমেরিকাজো।

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারের প্রধান ঝেং ঝংউই গত রবিবার চীনের সংবাদ মাধ্যম সিসিটিভিকে জানিয়েছে, স্বাস্থ্যকর্মীসহ জরুরি ক্ষেত্রে কর্মরত অনেককেই এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ‘এমার্জেন্সি ইউজ’ বা জরুরি ভিত্তিতে সেই ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।
ঝেং জানান, অননুমোদিত ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এদিকে, চীন ভ্যাকসিন নিয়ে কূটনীতিতে নেমেছে। যেসব দেশে তারা আধিপত্য বিস্তার করতে চায়, সেখানে তারা আগে ভ্যাকসিন পৌঁছে দিতে চাইছে।

বিশ্বজুড়ে করোনা ভ্যাকসিন গবেষণা হচ্ছে ১৭০টি জায়গায়। চীনে বেশ কয়েকটি ক্ষেত্রে তৃতীয় পর্যায় বা ফেজ থ্রি ভ্যাকসিন পরীক্ষা চলছে। সবগুলিই ট্র্যাক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জানা গেছে, চীনের ভ্যাকসিনের ট্রায়াল চলবে পাকিস্তানে। পাকিস্তানের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই ড্রাগ রেগুলেটরি অথরিটি অব পাকিস্তানের পক্ষ থেকে থেকে সেই ট্রায়ালের অনুমোদন মিলেছে। CanSinoBio ও চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করছে।

পাকিস্তানের এই প্রথমবার কোনও করোনা ভ্যাকসিনের ফেজ থ্রি ট্রায়াল চালানো হচ্ছে। CanSinoBio নামে ওই সংস্থা ইতিমধ্যেই চীন, রাশিয়া, আর্জেন্টিনায় ট্রায়াল চালিয়েছে। কিছু দিনের মধ্যেই সৌদি আরবে এই ট্রায়াল চালানো হবে বলে জানা গেছে।

গত মাসেই চীনের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। করাচির ইন্দাস হসপিটালে এই ট্রায়াল চালানো হবে। ইতিমধ্যে করাচির বিভিন্ন জায়গা থেকে অন্তত ২০০ জন ভলান্টিয়ার এই খেলায় অংশগ্রহণের জন্য রেজিস্টার করেছেন।

জানা গেছে, ভলান্টিয়ারদের তালিকায় ছেলে এবং মেয়ে উভয়ের রয়েছে। ৫৬ দিন ধরে চলবে এই ট্রায়াল’। ৫৬ দিনের মধ্যে প্রত্যেকটি তিনটি করে ইনজেকশন দেওয়া হবে, যাতে থাকবে ইন্যাক্টিভেটেড ভাইরাস।

পাকিস্তানের করোনা আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখের কাছাকাছি। মঙ্গলবারের হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১৭ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

অন্যদিকে, করোনাভাইরাসের ভ্যাকসিন রেজিস্টার করেছে চীন। রাশিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে চীন এই ভ্যাকসিন রেজিস্টার করেছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.