Saturday , December 21 2024
Breaking News

জেলা পরিষদ নির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চার সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহগীর আলমের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণখেলাপি, নির্বাচনী এলাকার ভোটার না হওয়া ও মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা না দেয়ায় চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এর মধ্যে ঋণখেলাপি হওয়ায় ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে (আশুগঞ্জ উপজেলা) মো. কাউছার আলম, একই কারণে ৪ নম্বর সাধারণ ওয়ার্ডে (ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা) এ এম আকছির খান এবং নির্বাচনী এলাকার ভোটার না হওয়ায় একই ওয়ার্ডের মাসুদুর রহমান ও মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দাখিল না করায় ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে (বিজয়নগর উপজেলা) মৃনাল কান্তি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান বলেন, বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে এবং ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি করা হবে।
এর আগে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫২ এবং ৩টি সংরক্ষিত নারী আসনে সদস্যপদে ১৪ জনসহ মোট ৬৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ৬৫ জন।
আরও পড়ুন: চাঁদপুরে আ.লীগ সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শফিকুল আলম ও স্বতন্ত্র প্রার্থী আবু কালাম আজাদ।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় ১০০টি ইউনিয়ন, ৯টি উপজেলা ও ৫টি পৌরসভায় জনপ্রতিনিধির সংখ্যা ১ হাজার ৩৯৬ জন।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.