নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে সোহান দলকে নেতৃত্ব দিচ্ছেন। গতকাল সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেওয়া সাকিবকে আজ বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ একাদশ: কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাশ, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিকার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও শাহনেওয়াজ ধানি।