Saturday , December 21 2024
Breaking News

টিকেট না থাকলেও কাতার ভ্রমণ করতে পারবে ফুটবল ফ্যানরা

কাতারে চলছে বিশ্বকাপের আয়োজন। ২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবলের এই মহারণ। সেই উপলক্ষেই এবার নতুন সুযোগ নিয়ে হাজির এই মরুর দেশ।

ফুটবল ফ্যানরা এবার কোনো ম্যাচের টিকেট না থাকলেও ২ ডিসেম্বর থেকে কাতার ভ্রমণ করতে পারবেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।মন্ত্রণালয়টির মুখপাত্র জাবার হামাউদ জাবার আল নওমি বলেন, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি টিকেধারী নয় এমন ফ্যানরাও বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকে কাতার ভ্রমণ করতে পারবেন। আর সুযোগ শুরু হবে ২ ডিসেম্বর থেকে।’

মন্ত্রণালয়টি জানিয়েছে, ফুটবল ফ্যানদের বিশ্বকাপের আবহ অনুভবের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এখনও কাতার ভ্রমণের জন্য আবেদন করতে দরকার পড়ছে হায়া নামের কার্ডের। 

About Banglar Probaho

Check Also

দেশে আসছেন না সাকিব, অস্ট্রেলিয়া থেকে যাবেন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময় আজ দিনগত রাতেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল …

Leave a Reply

Your email address will not be published.