লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আজিজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মঞ্জুরা মঞ্জুরুল আলম নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি লালমনিরহাট ডিসি অফিসের এমএলএসএস পদে কর্মরত ছিলেন। নিহত আলম পাটগ্রাম উপজেলার বাউরা নবীনগর গ্রামের শাহাজান আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হাতিবন্ধা হাইওয়ে থানা পুলিশের ওসি এনামুল হক সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অফিস শেষ করে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে বুড়িমারী থেকে একটি পাথরবোঝাই ট্রাক হাতিবান্ধার আজিজ মোড়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা চাচা মইনুল ইসলাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।