বগুড়ায় গত দুই দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়ম থাকায় ৬৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে। রবিবার ও সোমবার অনিয়মের সংবাদ পেয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা প্রদান করেন। অভিযান চলাকালে সাধারণ মানুসকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রোববার ৩০ আগস্ট ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি পৃথক মামলা দায়ের করা হয়। অভিযানকালে শাজাহানপুর উপজেলার মাদলা বাজারের ৩ জন চাল ব্যবসায়ীকে পলিথিনের বস্তা ব্যবহার করার অপরাধে ৫ হাজার টাকা, জেলা শহরের কলোনী এলাকার ২ টি দইঘরকে ৮ হাজার টাকা, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে নবাববাড়ি রোডের রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ফতেহ আলী বাজার সংলগ্ন জাহাঙ্গীর হোটেলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে সোমবার, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে লাইসেন্স বিহীন কাপড়ের ব্যবসা পরিচালনার অপরাধে নিউমার্কেট এর ওসমানিয়া ক্লথ স্টোরকে ১০ হাজার টাকা, সিটি ক্লথ স্টোরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা। একই অপরাধে টপ টেন ক্লথ স্টোর কে ৫ হাজার টাকা, ইমাম সিট বিতানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা। মূল্য তালিকা প্রদর্শন না করার ২ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ ও মো. তাসনিমুজ্জামান। সড়ক পরিবহন আইনে ৭ টি মামলায় ৩ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মারুফ আফজাল রাজন ও ফেরদৌস আরা।