Saturday , December 21 2024
Breaking News

ধর্ষণ মামলায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কুমিল্লায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে সহায়তা করায় কুমিল্লা উত্তর জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিককে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৫ কক্সবাজার।

র‌্যাব-১৫ এর সূত্রমতে জানা যায়, আবু কাউছার অনিকের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে আকলিমা আক্তার (ছদ্মনাম) নামে এক কিশোরী বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় বাদী চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলায় এফআইআরভুক্ত আসামি করা হয় কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে আরব আলী (২৭), চান্দিনা উপজেলার মাধাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জিলানী (৩৮), দেবিদ্বার উপজেলার নূরপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে আবু কাউসার অনিক (৩৫) ও একই গ্রামের মনু মিয়ার পুত্র শাহজাহান মিয়াকে (৪০)। 

গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে আবাসিক হোটেল থেতে মামলার ৩নং আসামি আবু কাউছার অনিককে গ্রেফতার করে।

আজ শনিবার রাতে এ বিষয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব-১৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল খাইরুল আলম অনিককে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে। আমাদের কিছু কাজ আছে, কাজগুলো গুছিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাব।  

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.