নওগাঁর নতুন আমন ধান ঘরে উঠবে তাই মজুদ ধান বিক্রির জন্য হাটে তুলছেন কৃষক। এতে হাটে বেড়েছে ধানের সরবরাহ। তবে সরবরাহ বাড়ায় ব্যবসায়ীরা খুশি হলেও দর কমায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
সোমবার (২৪ অক্টোবর) নওগাঁর স্বরসতীপুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানের সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে মোটা ধানের দর মণপ্রতি ৮০ টাকা আর চিকন জাত ২০০ টাকা পর্যন্ত কমেছে। কৃষকের অভিযোগ, ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় ধানের ন্যায্য দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
সরবরাহ বৃদ্ধিকে কাজে লাগিয়ে গত সপ্তাহের তুলনায় মোটা পারিজা জাতের ধান মণপ্রতি ৭০ থেকে ৮০ আর চিকন কাটারি, নাজিরশাইল ও সুগন্ধি জাতের ধান ২০০ টাকা পর্যন্ত কমে কিনছেন মিলাররা।
কৃষকরা বলছেন, কৃষি উপকরণের দাম বেশি তাই এ দরে লাভ হচ্ছে না তাদের। তারা আরও অভিযোগ করেন, প্রশাসনের নজরদারি না থাকায় ধানের বাজার এক তরফাভাবে ব্যবসায়ীদের দখলে রয়েছে
নওগাঁর মহাদেবপুর মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, বিভিন্ন রকমের চাল বাজারে ছাড়ার কারণে আর চালের খরিদদার কম থাকায় কৃষকের থেকে কম দামে চাল কেনা হচ্ছে।
মহাদেবপুরের ব্যবসায়ী মোয়াজ্জেম বলেন, নতুন মৌসুম শুরু হয়েছে, নতুন ধান উঠবে তাই পুরাতন ধানের বাজার দাম একটু কম।
কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে এ জেলায় ১ লাখ ৯৮ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে যেখান থেকে প্রায় ৯ লাখ টন ধান পাওয়ার আশা করা হচ্ছে ।