সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ কোয়ালিফাই চ্যাম্পিয়ন হওয়ার পর দুবাই ছাড়ে মঙ্গলবার।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে তৃতীয়বারের মতো শিরোপা জিতে দেশে ফেরার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের সংবর্ধনা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
গত ২৬ সেপ্টেম্বর সোমবার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিমানের দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, অ্যাকাউন্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, দুবাই বিমানবন্দরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল
ইসলামসহ কর্মকর্তারা।
বিমানের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা বলেন, নারীরা সব দিকে এগিয়ে যাচ্ছে। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রেও নারীরা এগিয়ে। নারীদের এ বিজয় অব্যাহত থাকুক এটাই চাই।