Saturday , December 21 2024
Breaking News

নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বাফুফে সহসভাপতি আতাউরের

সাফজয়ী নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক পুরস্কার ঘোষণার রেশ না কাটতেই এল আরেকটি আর্থিক পুরস্কারের ঘোষণা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আতাউর রহমান নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

আজ মেয়েদের বরণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে এ ঘোষণা দেন তিনি।

মেয়েদের বরণ করে নিতে বিমানবন্দরে গিয়েছেন বাফুফের সহসভাপতি। সংবাদমাধ্যমের সামনে আতাউর রহমান বলেন, ‘মেয়েদের এই সাফল্য পুরো দেশকে গর্বিত করেছে, আমাদের গর্বিত করেছে। তাদের এই সাফল্যে আমি খুব খুশি। আমি আমার প্রতিষ্ঠান তমা গ্রুপের পক্ষ থেকে মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম।’

আতাউর রহমান বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং তমা গ্রুপেরও চেয়ারম্যান।

বাফুফে সহসভাপতি আতাউর রহমানবাফুফে সহসভাপতি আতাউর রহমান
বাফুফে সহসভাপতি আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই বেলা ১টা ৪৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে নারী ফুটবল দলকে বহনকারী বিমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে ক্রীড়ামন্ত্রী তাঁদের বরণ করে নেন।

সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন হাজারো জনতা। অনেক সংবাদকর্মীও আছেন সেখানে। এর আগে আজ বিসিবি সাফজয়ী নারী দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। বিসিবির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

About banglar

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.