Saturday , December 21 2024
Breaking News

পাটুরিয়ায় ঘাটে গাড়ির চাপ বেড়েছে

বাংলার প্রবাহ রিপোর্ট: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অতিরিক্ত চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। গত কয়েকদিন যাবত নাব্যতা সংকটের কারণে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

এ কারণে পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ বেড়েছে। এতে পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ প্রায় ছয় শতাধিক যানবাহন। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। বিআইডাব্লিউটিসির আরিচা অঞ্চলের সহ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ও নাব্যতা সংকট রয়েছে। এতে গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্প পথে চলাচল করছে। এতে সময় বেশি লাগছে।
তবে, মূল চ্যানেলে নাব্যতা ফিরিয়ে আনতে সেখানে ড্রেজিং চলছে। আগামী ২/১ দিনের মধ্যে চ্যানেল দিয়ে ফেরি চলাচল করতে পারবে। বর্তমানে ১৯ ফেরির মধ্যে ১৭টি ফেরি যানবাহন পারাপার করছে।

বাংলার প্রবাহ/সুমন

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.