মস্কোয় এক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
মস্কোয় এক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনছবি: এএফপি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গতকাল বৃহস্পতিবারের বক্তব্য নাকচ করেছে ইউক্রেন। জবাবে কিয়েভ বলেছে, ঝড় আসছে।
খবর রয়টার্স ও বিবিসির
গতকাল মস্কোয় এক সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন পুতিন। তাঁর বক্তব্যে ইউক্রেনে হামলার জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি।
উল্টো পুতিন ইউক্রেনে রাশিয়ার হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন। ইউক্রেনে যুদ্ধের উসকানির জন্য তিনি পশ্চিমাদের দায়ী করেন।
মস্কোয় নিয়ন্ত্রণকক্ষে বসে ভিডিও লিংকের মাধ্যমে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকা বাহিনীগুলোর মহড়া দেখেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
পুতিন বলেন, পশ্চিমারা একটি বিপজ্জনক, রক্তাক্ত ও নোংরা খেলা খেলছে, যা বিশ্বজুড়ে বিশৃঙ্খলার বীজ বপন করছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সম্ভবত সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি বলে সতর্ক করেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক সীমায় দাঁড়িয়ে আছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামনে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত, একই সঙ্গে গুরুত্বপূর্ণ দশক।’
পশ্চিমাদের প্রতিপক্ষ অভিহিত করেন পুতিন। তিনি বলেন, বিশ্বে পশ্চিমাদের আধিপত্যের দিন শেষ হয়ে আসছে।
সংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে ফাইল
পুতিন বলেন, বিশ্বের ভবিষ্যৎ নিয়ে পশ্চিমাদের রাশিয়াসহ অন্যান্য বড় শক্তির সঙ্গে কথা বলতে হবে।
রুশ প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে পাল্টা জবাব দিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এক টুইটে বলেন, যিনি অন্য একটি দেশ আক্রমণ করেছেন, দেশটির ভূমি দখল করেছেন, গণহত্যা চালিয়েছেন, সেই তিনি অন্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন, অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করছেন?
পুতিনকে ইঙ্গিত করে মাইখাইলো পোডোলিয়াক বলেন, যিনি হাওয়ার সূত্রপাত করেছেন, তিনি ঝড় দেখতে পাবেন। ঝড় আসছে।