রাঙামাটির কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে রুপন তনচংগ্যা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রুপন তনচংগ্যা কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বাডি মনি তনচংগ্যার ছেলে।বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিস ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, রুপন তনচংগ্যা বন্য হাতির আক্রমণে আহত হলে চন্দ্রঘোনা হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে মারা যান।