পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। অর্থাৎ বাংলাদেশ নামছে ফিল্ডিংয়ে।
শুক্রবার বিকাল ৪টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।এ নিয়ে পাঁচ ম্যাচ সিরিজে চতুর্থবারের মতো টস হারলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেবল টসভাগ্য সহায় হয়েছিল তার।
যদিও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়েছে টাইগারদের। তাই আজকের ম্যাচটি মাহমুদুল্লাদের কাছে তেমন কোনো গুরুত্ব বহন না করলে ও দাপটে সিরিজ শেষ করার একটা লক্ষ্য তো থাকছেই।