রোববার (১৬ অক্টোবর) বিকেলে রামপাল উপজেলার ঝলমলিয়া দিঘীর পাড়ে স্থানীয় সহস্রাধিক মানুষ এই মানাববন্ধন করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন রামপালের হুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিচিত্র পাড়ে, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য মরিয়ম বেগম, ইউপি সদস্য পবিত্র পাড়ে, হত্যার শিকার অনিরুদ্ধ মণ্ডল ছোট‘র ভাই মণ্ডল, অনুপম মণ্ডল, অলোক মণ্ডল, ভাইয়ের স্ত্রী মুক্তা মণ্ডল, স্থানীয় ডা. বিদ্যুৎ বিশ্বাস, প্রদ্যুৎ বিশ্বাস, মারুফ, স্কেন্দার. দেবব্রত মণ্ডল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাড়ে সাত বিঘা আয়তনের মৎস্য ঘের দখলের জন্য স্থানীয় অংশপতি মণ্ডল, নৃপতি মণ্ডল, রনি মণ্ডল ও অনিমেশ মণ্ডল ওরফে মঙ্গল ভাড়াটিয়া খুনি দিয়ে অনিরুদ্ধ মণ্ডলকে হত্যা করেছে। হত্যার সঙ্গে জড়িত সাইমুম রশিদ অনিক ও শেখ মুকিত হাসান নামে দুজনকে অনিরুদ্ধের মোটরসাইকেল চুরি মামলায় গ্রেফতার করলেও মূল কুশীলবরা এখনও তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অতিদ্রুত হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার কথা বলেন বক্তারা।
গত ২৮ জুলাই রাতে মোংলা বাসস্ট্যান্ড থেকে অনিরুদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পরে ১৭ আগস্ট অনিরুদ্ধের ভাই অনুপম মণ্ডল বাদী হয়ে বাগেরহাট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।