বাংলার প্রবাহ রিপোর্ট: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৬৫৮ গ্রাম এমফিটামিন মাদকদ্রব্য জব্দ করেছে ঢাকা কাস্টমস। রপ্তানি পণ্যের কার্টন তল্লাশি চালিয়ে বুধবার রাতে সিভিল এভিয়েশনের সহযোগিতায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন ছয় জনকে আটক করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান বলেন, সিভিল এভিয়েশনের সহযোগিতায় এসব মাদক জব্দ করা হয়েছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, জব্দ করা মাদকদ্রব্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।
বাংলার প্রবাহ/এস এম হক