Sunday , December 22 2024
Breaking News

ভয়ংকর হয়ে ওঠা অ্যালেনকে সাজঘরে ফেরালেন শরিফুল

নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের টিকে থাকার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সে সিদ্ধান্তকে অনেকটা ভুল প্রমাণ করতে ব্যাট হাতে ভয়ংকর হয়ে ওঠেন ফিন অ্যালেন। তার একের পর এক চার-ছক্কায় শুরু থেকেই যখন বিপর্যস্ত টাইগাররা, তখন বল হাতে আশীর্বাদ হয়ে আসেন শরিফুল ইসলাম। শর্ট ও বাউন্সের ফাঁদে ফেলে তাকে ক্যাচে পরিণত করে ফেরান সাজঘরে।

ক্রাইস্টচার্চে বুধবার (১২ অক্টোবর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৪ রান। ওপেনার ডেভন কনওয়ে ১৩ বলে ১৮ ও মার্টিন গাপটিল ৪ বল মোকাবিলায় ২ রানে অপরাজিত আছেন।

ওপেনার ফিন অ্যালেন সাজঘরে ফেরার আগে ১৯ বল মোকাবিলায় ১৬৮-এর ওপর স্ট্রাইকরেটে করেন ৩২ রান। ৩ বাউন্ডারির পাশাপাশি ২টি ছক্কার হাঁকান তিনি।

এর আগে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন ও এবাদত হোসেন।

নিয়মিত ওপেনারের জায়গায় লোয়ার মিডল অর্ডারের দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে দিয়েও খুব বেশি উন্নতি দেখা যায়নি। ফলে পাঁচ ম্যাচ পর আবার সে পুরনো ওপেনারদের ওপরেই ভরসা রাখছে বিসিবি।

নাজমুল হোসেন শান্তকে অবশ্য আগের ম্যাচেই ফেরানো হয়েছিল। এবার ফিরলেন সৌম্য সরকারও। মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়সহ একাধিক ওপেনারের ব্যর্থতায় শেষ পর্যন্ত প্রায় এক বছর পর আবার সুযোগ দেয়া হলো সৌম্যকে।

বিশ্বকাপের আগে ফর্মে ফিরতে একাদশে ফের সুযোগ দেয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে। তাসকিন ও হাসানকে বিশ্রামে রেখে বাজিয়ে দেখা হচ্ছে পেসার এবাদত হোসেনকে।

অন্যদিকে নিউজিল্যান্ড তাদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে বিশ্রাম দিয়ে একাদশে ফিরিয়েছে মার্টিন গাপটিল। টাইগারদের বিপক্ষে নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.