Sunday , December 22 2024
Breaking News

মেসির বিদায়েও কাঁদবে পুরো বিশ্ব: স্ক্যালোনি

সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে নানা সময়ে নানা উপাধি দিয়েছে মানুষ। আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি এবার আর সে পথে হাঁটলেন না। জামাইকার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ মেসিকে তুলনা করলেন টেনিস থেকে সদ্য অবসর নেয়া তারকা রজার ফেদেরারের সঙ্গে।

ক’দিন আগেই ২৫ বছরের ক্যারিয়ারের বিদায় টেনেছেন রজার ফেদেরার। ফেদেরারের বিদায় কাঁদিয়েছে প্রতিপক্ষকে, কাঁদিয়েছে সমর্থককে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিও মনে করেন, মেসির বিদায়েও এমন পরিস্থিতি তৈরি হবে। তার বিদায়ে কাঁদবে বিশ্ব। 

স্ক্যালোনি বলেছেন, আপনার মতোই আমি মেসির খেলা উপভোগ করি। সে ফেদেরারের মতো একজন। ফেদেরার অবসর নেয়ায় সারা বিশ্ব আবেগী হয়ে ওঠে-এটা ভেবে যে, সে আর খেলবে না। মেসির ক্ষেত্রে বিষয়টা তাই। কিছু ক্ষেত্রে বলা যায়, বিষয়টা আরও বেশি; কারণ ফুটবল বিশ্বব্যাপী আরও ছড়ানো। এ কারণে তাকে দেশ ভুলে পুরো বিশ্বের মানুষ উপভোগ করে।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ৩৫ বছর বয়সী মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ দুই ম্যাচে করেছেন চার গোল। এমন এক খেলোয়াড়ের সঙ্গে খেলোয়াড়ি জীবনে খুব ছোট পরিসরে ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা আছে স্ক্যালোনির। আর গত চার বছর ধরে তিনি দলের কোচ। তবে শুরুর দিনগুলোর মতো এখনও মেসিকে মুগ্ধ চোখেই দেখেন তিনি। 

স্ক্যালোনি বলেন, মাঠে তাকে দেখাটা চমৎকার অভিজ্ঞতা। তাকে কোচিং করানোর সুযোগ আমি পেয়েছি। আমি যদি সমর্থকও হতাম, তাহলে তাকে দেখতে টিকিটের জন্য খরচ করতাম। এখন কেবলই তাকে উপভোগ করতে হবে, কারণ তার মতো আর কেউ আসবে কিনা, জানি না।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.