মেসিকে বার্সেলোনা ছাড়ার পর থেকেই গুঞ্জন চলছে আবারও তাকে ফিরিয়ে আনার ব্যাপারে। আর জাভি বার্সার কোচ হওয়ায় পর থেকে তো সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। মেসিকে বার্সায় ফেরানোর ব্যাপারে জাভি ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে কথাও বলেছেন। এবার সভাপতি লাপোর্তা জানালেন, আগামী সোমবার (১৭ অক্টোবর) মেসির সঙ্গে দেখা করবেন তিনি।
কিছুদিন আগেই বার্সা সভাপতি জানিয়েছিলেন, মেসির ভাস্কর্য ন্যু ক্যাম্পের সামনে স্থাপন করার কথা ভাবছে তারা। বর্তমানে বার্সেলোনা স্টেডিয়ামের সামনে ক্লাবটির অন্যতম সেরা ডাচ ফুটবলার ইয়োহান ক্রুইফের ভাস্কর্যটি রয়েছে। তার পাশেই মেসির ভাস্কর্য স্থাপনের কথা ভাবছে তারা।
লাপোর্তা বলেছিলেন, ‘আমরা মেসিকে সম্মান জানাতে চাই। আমরা মেসির একটা মূর্তি ন্যু ক্যাম্পের ঠিক বাইরে স্থাপন করতে চাই। ইয়োহান ক্রুইফের ভাস্কর্যের ঠিক পাশেই থাকবে সেটা।’
মূর্তি স্থাপনের পরই বার্সা সভাপতি জানিয়েছেন সামনেই তিনি মেসির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। লাপোর্তা বলেন, ‘সোমবার তার (মেসি) সঙ্গে প্যারিসে দেখা হবে আমার। আমি জানি মেসির কাছে বার্সেলোনা কী অর্থ বহন করে।’
এদিকে বেশ কিছুদিন ধরেই মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জনটা জোরালো হচ্ছে। ২০২৩ সালের পর যখন পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাবে, তখন আবারও বার্সেলোনা তাদের পুরনো অস্ত্রকে টেনে আনবে এমনটা শোনা যাচ্ছে। তবে মেসি অথবা পিএসজি এখন পর্যন্ত এই ব্যাপারে কিছু জানায়নি। তবে মেসির মতো একজন বিশ্বমানের খেলোয়াড়কে এত সহজেই যে পিএসজি ছাড়বে না, তা সবারই জানা আছে।