একজন প্রত্যক্ষর্শীরা বলেছেন, দনিয়া কলেজের সামনে লাল সবুজ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
নিহত সিরাজুল ইসলাম মুক্তির (৪৮) বাসা মিরপুর ১২ নম্বরে। ব্যবসার পাশাপাশি তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দনিয়া কলেজের সামনের সড়কে দুর্ঘটনায় পড়েন মুক্তি। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মুক্তিকে যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন ওমর ফারুক রিফাত নামের এক পথচারী।
“রিফাত বলেছেন, যাত্রাবাড়ীর দিক থেকে শহরের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী মুক্তি। দনিয়া কলেজের সামনে লাল সবুজ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।”
পুলিশ বাসটি আটকাতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানান পরিদর্শক বাচ্চু ।
তিনি বলেন, তৃতীয় ও দশম শ্রেণিতে পড়ুয়া দুই সন্তান রয়েছে মুক্তির।