বাংলার প্রবাহ রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে এক হাজার ৭৯৩ পিস ইয়াবা, ৮১ গ্রাম হেরোইন, ৬১০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা ও ২০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলার প্রবাহ/সুমন