বান্দরবানের লামা উপজেলায় একদল বন্য হাতির আক্রমনে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- খতিজা বিবি (৬৫) এবং আমির আলী (৫০)। এসময় মোজাম্মেল হক বয়াতি (৬৫) নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হন।
শুক্রবার (৪ নভেম্বর) লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সোহরাব পাড়া, মগ বাজার ও জামাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে হঠাৎ করে তাদের গ্রামে তাণ্ডব চালায় একদল বন্য হাতি। বন্য হাতির আক্রমণে গ্রামের দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়। গৃহস্থালির কাজে যাবার সময় বন্য হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে খতিজা বিবি মারা যান। পরে বন্য হাতিরা মগবাজারে আমির আলীর দোকান এবং জামালপাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে তাণ্ডব চালিয়ে চলে যায়। এসময় আমির আলী এবং মোজাম্মেল হক বয়াতি আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠায়।
লামা আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত আমির আলী সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহত মোজাম্মেল হক বয়াতি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। জনপ্রতিনিধিদের সুপারিশ ও কারোর অভিযোগ না থাকায় নিহত খতিজা বিবির লাশ দাফনের জন্য বলা হয়েছে।