Saturday , December 21 2024
Breaking News

সমালোচনার মুখে চীনা সাবমেরিন কেনা পেছাল থাইল্যান্ড

করোনাভাইরাস মহামারির মধ্যে চীন থেকে সাবমেরিন কেনার সিদ্ধান্তে জনসাধারণের তীব্র সমালোচনার মুখে পড়ে থাইল্যান্ড। তাই ৭২৪ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে দুইটি সাবমেরিন কেনা পিছিয়েছে থাইল্যান্ড সরকার।

চীনের নৌ হার্ডওয়্যার কেনায় ২০১৫ সালে একটি চুক্তি হয়েছিল। সেখানে প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম থাইল্যান্ড। এরপর ২০১৭ সালে চীনের কাছ থেকে তিনটি সাবমেরিন কেনার বিষয় চূড়ান্ত করে থাইল্যান্ড সরকার। এরমধ্যে প্রথমটির সরবরাহ আশা করা হচ্ছে ২০২৩ সালে।

এসবের পরও চীনের কাছ থেকে ২২ দশমিক ৫ বিলিয়ন বাত (৭২৫ মিলিয়ন মার্কিন ডলার) দিয়ে আরও দুইটি সাবমেরিন কিনতে চায় থাইল্যান্ড। এ জন্য আগস্টের শুরুর দিকে সংসদীয় উপ-কমিটি অনুমোদনও দিয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির জনগণ। করোনা ভাইরাসে দেশের অর্থনীতি যেখানে থমকে আছে, সেখানে এ সিদ্ধান্ত ‘অর্থহীন’ বলে ক্ষুব্ধ হয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা-প্রতিবাদ তুঙ্গে।
এরপর সম্প্রতি থাইল্যান্ড সরকারের মুখপাত্র আনুচা বুড়াপচাইশ্রি ঘোষণা দেন অতিরিক্ত দুটি সাবমেরিন কেনার ব্যাপারে বিলম্ব করার নীতি আসছে।

অনুচা সাংবাদিকদের এও বলেন, নৌবাহিনী এ সিদ্ধান্ত আরও এক বছরের জন্য পিছিয়ে দিতে চীনের সঙ্গে আলোচনা করবে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.