দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন নিউজ চ্যানেল ‘সময় সংবাদ’। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ প্রতিদিন প্রকাশিত হয় অসংখ্য নিউজ। এসব খবরের মধ্যে দিনের সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো–
উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং
উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর পটুয়াখালীর খেপুপাড়া, ভোলা, বরগুনা ও বরিশাল উপকূলে সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মো. ছানাউল হক মণ্ডল।
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঘূর্ণিঝড় সিত্রাং মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে বলে পূর্বাভাস পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে তথ্য জানছেন এবং এই ঝড়ের ফলে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
ঘূর্ণিঝড় সিত্রাং: ৩ বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার বিকেল থেকেই দেশের ৩ বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য আগামীকাল মঙ্গলবারের (২৫ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তিন গরু ব্যবসায়ীকে হত্যায় ১০ জনের ফাঁসির আদেশ
বান্দরবানে তিন গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় করা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে অপহরণসহ বিভিন্ন ধারায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
ঋষি সুনাকই হচ্ছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক। প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট প্রধানমন্ত্রিত্বের প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পর বিষয়টি নিশ্চিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে সুনাককে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা ঘোষণা করা হয়। ফলে স্বয়ংক্রিয়ভাবে তিনিই হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী।
সোনার দাম কমলো
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ৮০ হাজার ১৩২ টাকা, যা এতদিন ছিল ৮১ হাজার ২৯৮ টাকা। মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।