সাভার আশুলিয়া থেকে অপহরণের চারদিন পর কুড়িগ্রাম থেকে শিশু আরাফাতকে (৭) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় শফিফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে কুড়িগ্রামের ফুলবাড়ি থানার গৌলক মন্ডল গ্ৰামের মৃত আইনুল হকের ছেলে।
র্যাব জানান, স্বামীর সাথে বিচ্ছেদের পর আছমা খাতুন নামে এক নারী তাঁর সন্তান আরাফাতকে নিয়ে রাজবাড়ীর পাংশা থেকে সাভারে চলে আসেন। কাজ নেন জামগড়ার একটি তৈরি পোশাক কারখানায়।
ওই এলাকায় পাশাপাশি বাসায় থাকার সুবাদে শফিফুল ইসলাম নামে এক ব্যক্তি আছমাকে উত্ত্যক্ত করতেন। জোর করে আছমার ঘরে প্রবেশেরও চেষ্টা করতেন। সে সময় আরাফাত চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসতেন। এক পর্যায়ে শিশুটিকে প্রতিবন্ধকতা ভেবে তাকে অপহরণের পরিকল্পনা করেন শফিকুল।
গত ২ অক্টোবর ছেলেকে ঘরে রেখে কাজে যান আছমা। বাসায় ফিরে ছেলেকে না পেয়ে থানায় অভিযোগ করেন তিনি। পরে বিষয়টির তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম থেকে শিশুটিকে উদ্ধার ও আসামি শফিকুলকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের উপ-পরিদর্শক (এসআই) মো. সাজেদুল ইসলাম সোহাগ বলেন, ‘শিশুটিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।