Saturday , December 21 2024
Breaking News

সীমান্ত দিয়ে পাচারের সময় ১২৬ কেজি ইলিশ জব্দ

বাংলার প্রবাহ রিপোর্ট: ভারতে পাচার হওয়ার সময় রাজশাহী সীমান্ত থেকে ১২৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে জেলার বাঘা উপজেলার সড়কঘাট পদ্মারচর নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

আজ শুক্রবার সকালে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত আটটার দিকে বিজিবির ১ ব্যাটালিয়নের আলাইপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এ অভিযান চালায়। চোরাকারবারীরা নৌকায় করে মাছগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন। চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যান। পরে বিজিবি মাছ জব্দ করে আনে। এরপর শুক্রবার সকালে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো মাদ্রাসা-এতিমখানা এবং গরীব মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়।

বাংলার প্রবাহ/এস এম হক

About Banglar Probaho

Check Also

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক পরিস্থিতি

জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশে এক ধরনের অস্থিরতার সৃষ্টি হয়েছে। এটা স্বাভাবিক। ইতোপূর্বে যখনই …

Leave a Reply

Your email address will not be published.