Sunday , December 22 2024
Breaking News

উত্তর কোরিয়ার স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর রহস্যময় সাবমেরিন

আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক শক্তিকে আরও ভয়ঙ্কর করে গড়ে তুলছে উত্তর কোরিয়া। দেশটির জাহাজ তৈরির একটি জায়গায় (শিপইয়ার্ড) রহস্যজনক সাবমেরিন দেখা গেছে স্যাটেলাইটে ধারণ করা ছবিতে।

প্রসঙ্গত, ছবিটি এমন এক সময় প্রকাশ্যে এলো যখন উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনার বিষয়টি জোরালো হচ্ছে।

চলতি বছরের মে মাসে ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, সাবমেরিন তৈরি করছে উত্তর কোরিয়া। তারও আগে ২০১৯ সালের আগস্টে স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়া এমন এক ধরনের সাবমেরিন তৈরি করছে, যা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে।
২০১০ সালের মার্চে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ বিস্ফোরক টর্পেডো দিয়ে ধ্বংস করে দেয় উত্তর কোরিয়া। আর সেটি উত্তর কোরিয়ার এমএস-২৯ ইউনো ক্লাস মিডগেট সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারণা।

নতুন সাবমেরিনটি ওই সাবমেরিনের পরের ভার্সন বলে ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.