Sunday , December 22 2024
Breaking News

কিশোর নাইট গার্ডের প্রক্সি দিতে গিয়ে লাশ হল

রংপুরের মিঠাপুকুরে কৃষি ব্যাংকের ভেতরে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। নিহত কিশোর শক্তি চন্দ্র দাস (১৫) নাইটগার্ড আবদুল জলিলের প্রক্সি দিচ্ছিল।

বৃহস্পতিবার সকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে বালুয়া মাসিমপুর শাখা ভবনের তালা ভেঙে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

নিহত কিশোর বদরগঞ্জ উপজেলার নন্দনপুর তরণীদাস পাগার এ্যালেন চন্দ্রের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া বন্দরে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বালুয়া মাসিমপুর শাখা। ওই শাখায় পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন নিহত কিশোর শক্তির বোন পলাবতী রানী। ব্যাংকের পাশেই বোনের বাড়িতেই থাকতো শক্তি। বুধবার ব্যাংকের নাইটগার্ড আবদুল জলিলের প্রক্সি দিচ্ছিল শক্তি চন্দ্র। জলিলের কাছ থেকে চাবি নিয়ে ব্যাংক ভবনে শুয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে তার বোন প্রধান ফটকের বাইরে থেকে অনেক ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ পাননি। পরে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফটকের তালা ভেঙে মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকা ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বালুয়া মাসিমপুর শাখার ব্যবস্থাপক মাহানুর মিয়া বলেন, নাইটগার্ড আবদুল জলিল আমার কাছে কোন ছুটি নেননি। কিন্তু ওই দিন রাতে তিনি ব্যংকে অবস্থান না করে অন্যজনকে সেখানে পাহারাদার হিসেবে রেখেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভবনের তালা ভেঙে মেঝেতে পড়ে থাকা অবস্থায় কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার মুখে রক্তের দাগ ছিল। কি কারণে মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। সুরতহাল রির্পোট করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.