Sunday , December 22 2024
Breaking News

বরিশালে নদীগর্ভে বিলীন বিদ্যালয়

নদীগর্ভে চলে গেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরবগী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার বেলা ১১টার দিকে শুরু হওয়া নদীর ভাঙনে ধীরে ধীরে বিদ্যালয় ভবনটি বিলীন হতে থাকে। বৃহস্পতিবার সেটি সম্পূর্ণ নদীতে ভেঙে যায়।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য বশিরুল হক জানান, ২০১৭ সালে আগে স্থানীয় উদ্যোগে বিদ্যালয়টির কার্যক্রম টিনের ঘরে পরিচালনা করা হত। ২০১৭ সালে নতুন দ্বিতল ভবন নির্মাণ হয়। তখন পাশের নদীটি বহুদূরে ছিল। এরপর গেল দুবছরে অব্যাহত নদী-ভাঙন বিদ্যালয় ভবনটির খুব কাছাকাছি চলে আসে। আর এবারের ভাঙনে ভবনটিকে নদী গ্রাস করে নেয়।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বর্তমানে করোনার জন্য বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে খোলার সাথে সাথে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ক্লাস করতে পারে সেজন্য নিকটবর্তী বিদ্যালয় অথবা ভবনে ব্যবস্থা করা হবে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.