খুলনা মহানগরীর মিস্ত্রীপাড়া বাজার এলাকার আরাফাত জামে মসজিদের সামনে লামিয়া (১৫) নামের এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এঘটনা ঘটে। লামিয়া আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা মোঃ জামাল হোসেনের মেয়ে। সে নগরীর ইকবালনগর বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। বেলা সাড়ে ১১টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুমেক হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর মিস্ত্রীপাড়া আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা মোঃ জামাল হোসেনের মেয়ে লামিয়া (১৫) বেলা ১১টার দিকে বাসার গেটের সামনে দাড়িয়ে ছিল। এমন সময় বিপরীত পাশে ইউসুফ খাঁর বাড়ির দিক থেকে শর্টগানের একটি গুলি এসে মেয়েটির বাম পায়ের উপরের অংশে বিদ্ধ হয়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসকরা বলেন, মেয়েটির জীবনের ঝুঁকি না থাকলেও পায়ের বড় ধরণের ক্ষতি হতে পারে। মেয়েটি এখনও অজ্ঞান থাকার কারণে কিছু বলতে পারেননি।