শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের নাব্যতা সংকট দূর করতে ড্রেজিং কার্যক্রম পরিচালনার জন্যে প্রতিদিন সন্ধা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হবে। বিআইডব্লিউটিসি’র এজিএম শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আজ শনিবার (২৯ আগস্ট) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
আজ ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সময় এই নির্দেশনা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয়ে তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌ চলাচল শুরু হবে।