রাজধানীর মোহাম্মদপুরের বছিলার লাউতলার এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল চালক আসিফ ইকবাল সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে বছিলা লাউতলা মমতাজ শপিং কমপ্লেক্সের সামনে মোহাম্মদপুরগামী পরিস্থান নামে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সুমন।
পরে স্থানীয়দের দেয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। নিহত সুমনের বাড়ি খুলনা কয়রা এলাকায়। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।