পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুন্ধানের জন্য জরিপ চালানো নিয়ে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছে তুরস্কের। এই ঘটনায় গ্রিসের পক্ষ নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।
এ ব্যাপারে শুক্রবার ইইউ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছে। তবে বিষয়টিকে ইইউর এখতিয়ারের বাইরের বিষয় হিসেবে উল্লেখ করে শনিবার পূর্ব ভূমধ্যসাগরে সামরিক মহড়া চালিয়েছে ইউরোশিয়ান দেশটি।
ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ন্যাভিগেশনাল টেলেক্সের মাধ্যমে তুরস্ক জানিয়েছে তাদের এই মহড়া শনিবার থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত চলবে।